গর্ভাবস্থায় কত দিন পরপর চেকআপ করবেন?

গর্ভাবস্থায় কত দিন পরপর চেকআপ করবেন?

গর্ভাবস্থায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। তবে কত দিন পরপর চেকআপ করলে ভালো হয়, সে বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৭৩৮তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ফারহানা দেওয়ান। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : অ্যান্টিনেটাল চেকআপ কত দিন পরপর করা উচিত?

উত্তর : সব গর্ভবতী মায়ের জানা উচিত, তাঁরা কখন চিকিৎসকের কাছে যাবেন। আগে আমরা বলতাম, মাসে একবার। প্রথম সাত মাসে একবার যেতে বলতাম। তারপর আমরা বলতাম যে মাসে দুবার। আর শেষের মাসে প্রতি সপ্তাহে। তবে এতে দেখা গেছে সবাই সব সময় এসে পারেন না। এ জন্য আমরা একে একটু কমিয়ে দিয়েছি। এখন বলি, সারা গর্ভাবস্থায় অন্তত চার থেকে পাঁচবার যেন আসেন।

social position

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *