নাম মনে রাখার সহজ কিছু উপায়

নাম মনে রাখার সহজ কিছু উপায়

যেকোনো মানুষের কাছেই তাঁর নিজের নামটি প্রিয়। কেউ যদি সেই নাম ভুলে যায় বা ভুল উচ্চারণে ডাকে, তখন যে কারোই একটু মন খারাপ হয়। তাই কারো নাম সঠিকভাবে মনে রাখাটা কম জরুরি নয়। এটা অবশ্য ঠিক, অনেক সময় চেনা মানুষের নামটিও আমরা চট করে মনে করতে পারি না। আর অল্প পরিচিতদের নাম মনে রাখা তো আরো কষ্টকর। মানুষের নাম মনে রাখার বিষয়টি স্মৃতিশক্তির সঙ্গে জড়িত। কীভাবে নাম মনে রাখতে হয়, সেটার কৌশল জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

মনোযোগ সহকারে শুনুন

অনেক সময় আমরা জিজ্ঞেস করি, আপনার নাম কী? তখন তার নামটি আমরা মনোযোগ দিয়ে না শোনার কারণে ভুলে যাই। সে ক্ষেত্রে নামটা শোনার পর মনে মনে পুনরায় আবার বলুন, এতে মনে থাকবে অথবা বিদায়টা কীভাবে হয়েছিল, সেই মুহূর্ত মনে রাখুন, এতে ওই মানুষটির নামও মনে থাকবে।

ভিজিটিং কার্ড রাখুন

এটি একটি সহজ উপায় সহজে মনে রাখার জন্য। কারণ, একপলকে কার্ডটি দেখে নিলে হয়তো মানুষটির নাম তাড়াতাড়ি মনে পড়ে যাবে।

ছবি তৈরি করুন

অনেক সময় নাম মনে না পড়লেও কল্পনায় ব্যক্তির চেহারা আপনাকে মনে করিয়ে দিতে সাহায্য করতে পারে। সে ক্ষেত্রে আপনি ব্যক্তির একটি ছবি মনে মনে তৈরি করে ফেলুন, যা আপনাকে নাম মনে করিয়ে দিতে পারবে সহজে।

ছবির সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্যের মিল খুঁজুন

চেহারার সঙ্গে মিল রেখে আপনি কিছু বৈশিষ্ট্য বের করতে পারেন, যেমন হতে পারে সেই ব্যক্তির শখ বা শৈশব-সংক্রান্ত কোনো তথ্য। এগুলো আপনাকে নাম মনে করিয়ে দিতে পারবে।

মিল বের করুন

এটি একটি খেলার মতো। নামের সঙ্গে মিল রেখে কোনো কিছু মনে রাখলে নামটাও মনে থাকে। মস্তিষ্কের মধ্যে এই খেলাটা করলে খেলার ছলেই আপনার নাম মনে পড়ে যাবে। যেমন কোনো নায়ক-নায়িকা অথবা কোনো বিখ্যাত কারো নামের সঙ্গে মিল খুঁজে নিয়ে নামটি মনে রাখতে পারেন।

social position

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *