Alhaj Zahir Foundation

আলহাজ্ব জহির ফাইন্ডেশন একটি জনকল্যান মূলক সংস্থা 

সময়ের প্রয়োজনে এর কার্যক্রম বহুধারায় বিস্তিৃত হবে। ফাউন্ডেশনটি বর্তমানে মানব সেবা ফ্রি চিকিৎসা সেবা, অবৈতনিক বিদ্যালয় ও এতিমখানা সেবা, ফ্রি এম্বুলেন্স সার্ভিস, দাফন সেবা, কারিগরি শিক্ষা প্রকল্প বাস্তবায়ন, বৃদ্ধ নিবাস, বয়স্ক, দুস্থ্য ও গরিদের ভাতা প্রদান এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। সংস্থার বহুবিধ কর্মকান্ডকে সুচারু ভাবে সম্পন্ন করা এবং বস্তাবায়নের জন্য আপনাদের সহযোগিতা আমরা আশা করি। এ সংস্থার সেবা মূলক কার্যক্রম বাস্তাবায়নে সাহায্যের হাত বাড়িয়ে দিন এটাই আমাদের প্র্রত্যাশা।